মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, বহিষ্কার হলেন যুবদল নেতা
গাজীপুরের শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে সশস্ত্র মিছিলের মাধ্যমে চাঁদা আদায়ের হুমকি দেন তিনি। মুহূর্তেই তার এই কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
শনিবার বিকেলে স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ডমাইকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়— এমসি বাজার এখন থেকে আমার নিয়ন্ত্রণে চলবে। আমার লোকজন এখনই খাজনা আদায় শুরু করবে, কেউ বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। এসময় অর্ধশতাধিক অনুসারী নিয়ে মাথায় লাল কাপড় বেঁধে, মুখে গামছা পরে এবং রামদা হাতে নিয়ে বাজারে মিছিল করেন তিনি।


বাজারের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই লাল কাপড় বাঁধা লোকজন দলবেঁধে এসে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। অনেকে দোকান ফেলে পালিয়ে যায়। পুলিশ কোথায় ছিল?
এক দোকানি সুরুজ আলী বলেন,ভয়ে টাকা দিয়ে জীবন বাঁচিয়েছি। এত প্রকাশ্যে চাঁদাবাজি জীবনে দেখিনি।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানান, এই ধরনের কর্মকাণ্ড যুবদল কোনোভাবেই সমর্থন করে না। জাহাঙ্গীর আলম পিন্টুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, বাজারে সশস্ত্র মহড়া ও চাঁদাবাজির ঘটনায় পুলিশ অভিযানে নেমেছে। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।