চুরি-ছিনতাই-খুন প্রতিরোধে কঠোর অবস্থানে র‍্যাব: ডিজি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

দেশজুড়ে চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‍্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে এ কথা জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর হামলা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবও বিশেষ অভিযান পরিচালনা করছে।

র‍্যাব প্রধান জানান, প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় রোবাস্ট প্যাট্রোলিং (সক্রিয় টহল) পরিচালনা করছে। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সব মেট্রোপলিটন শহর ও জেলা শহরে পর্যাপ্ত ফোর্স রিজার্ভ রাখা হয়েছে, যাতে দ্রুত যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়,” বলেন তিনি।

র‍্যাব ডিজি আরও জানান, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তারের লড়াই বেড়েছে। এর মধ্যে বিশেষভাবে আলোচিত “কবজি কাটা গ্রুপের” প্রধান আনোয়ার, জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল এবং মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত ১০ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানী থেকে ৪০ জন, ময়মনসিংহে ২৫ জন, রাজশাহীতে ২৪ জন, সিলেটে ১৭ জন এবং নারায়ণগঞ্জে ১৫ জনসহ মোট ১৮০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Nagad

র‍্যাব ডিজি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে আমাদের গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।