ইংল্যান্ডের ৩৫১ রানের পাহাড় তাড়া করে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড রান তাড়া করে দুর্দান্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের ৩৫১ রানের বিশাল লক্ষ্য মাত্র ৪৫.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে স্টিভেন স্মিথের দল।

৩৫২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ২৭ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে তারা—ট্রাভিস হেড (৬) ও স্টিভেন স্মিথ (৫)। তবে সেখান থেকে মার্নাস লাবুশেন ও ম্যাথিউ শর্টের ৯১ বলে ৯৫ রানের জুটি দলকে স্থিতিশীল করে।

লাবুশেন ৪৭ রান করে আউট হলে ফের চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর ম্যাথিউ শর্টও ৬৩ রান করে বিদায় নেন।

১৩৪ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জস ইংলিশ ও অ্যালেক্স ক্যারে। তাদের ১৪৬ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে দেয়। ক্যারে ৬৩ বলে ৬৯ রান করে বিদায় নিলেও, অপরাজিত ১২০ রানের ইনিংসে ম্যাচ শেষ করেন জস ইংলিশ।

শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ৩২ রান করে দ্রুত ম্যাচ শেষ করেন। ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ইংলিশ।

এর আগে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৫১ রান তোলে। বেন ডাকেটের ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয়। এছাড়া জো রুট ৬৮ রান করেন।

Nagad

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

অস্ট্রেলিয়ার পক্ষে বেন ডোয়ারসুইস ৩টি, অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুশেন ২টি করে উইকেট নেন।