১৫ দিনে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেপ্তার ৮০৭৯ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ১৫ দিনে মোট ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৫৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ একদিনে মোট ১,৩৪১ জন গ্রেফতার হয়েছেন।

অভিযানের গত ২৪ ঘণ্টায় উদ্ধার হয়েছে—দেশে তৈরি একনলা বন্দুক ১টি, কার্তুজ ২টি, রামদা ৪টি, চাপাতি ২টি, ছুরি ১টি
এলজি ১টি, কেঁচি ১টি, কী এই ‘অপারেশন ডেভিল হান্ট’?

৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানটি সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অভিযানে দেশবিরোধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Nagad