স্মার্টফোনে লোকেশন ট্র্যাক অফ করবেন যেভাবে: নিরাপত্তা নিশ্চিত করুন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় সব সময় বিভিন্ন অ্যাপ এবং ব্রাউজার ব্যবহার করে নানা তথ্য সার্চ করেন। তবে অনেক সময় অজান্তেই এসব অ্যাপ ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করে রাখে। ফোনের মাধ্যমে লোকেশন ট্র্যাকিং মূলত সেল টাওয়ার পিং, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি সিগন্যালের মাধ্যমে করা হয়। এতে কিছু অ্যাপ বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীর তথ্য শেয়ার করে থাকে, যা হ্যাকারদের হাতে পড়লে বিপদে পড়তে পারে।

প্রাইভেসি বিশেষজ্ঞদের মতে, ফোনের লোকেশন ট্র্যাকিং শুধুমাত্র প্রয়োজনীয় সময়েই চালু করা উচিত। দরকার না হলে সেটি বন্ধ রাখা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে, ব্যবহারকারীদেরকে তাদের ফোনে কোন অ্যাপকে লোকেশন ট্র্যাকিং পারমিশন দেয়া হয়েছে, তা পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আইফোন ব্যবহারকারীদের জন্য: প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ট্যাবে গিয়ে লোকেশন সার্ভিসে যান এবং চাইলে নির্দিষ্ট অ্যাপের ট্র্যাকিং বন্ধ করতে পারেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য: সেটিংসে গিয়ে লোকেশন আইকনে ট্যাপ করে কোন অ্যাপের পারমিশন পরিবর্তন করা সম্ভব।

এছাড়া, গুগল অ্যাকাউন্টে গিয়ে লোকেশন হিস্ট্রি কন্ট্রোল করে ট্র্যাকিং ডেটা ডিলিট করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি, ফায়ারফক্স ফোকাস ব্রাউজার ব্যবহার করেও কোনো তথ্য সংরক্ষিত না হওয়ার নিশ্চয়তা পাওয়া যায়।

Nagad