বিএনপিকে সংস্কারের গল্প শোনানোর প্রয়োজন নেই: আমীর খসরু
বিএনপিকে সংস্কারের গল্প শোনানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে অমর একুশে বইমেলার মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


আন্তর্বর্তী সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, সংস্কারের গল্প আমাদের শোনানোর দরকার নেই। যারা নতুন নতুন সংস্কার শিখেছেন, তারা নিজেদের মধ্যেই সেটা রাখুন। বিএনপির ৩১ দফা সংস্কার আকাশ থেকে পড়েনি। এটি দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও গবেষণার পরই প্রণীত হয়েছে। দেশের জনগণের সম্মিলিত মতামতের ভিত্তিতেই আমরা এটি তৈরি করেছি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের পরিবর্তনের বার্তা বিএনপির ৩১ দফার মাধ্যমেই দেওয়া হয়েছে। আমরা এই বার্তা নিয়ে দেশের প্রতিটি জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য দেশের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা।
বিএনপির এই নেতা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভিশন নয়, বরং জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে। ৩১ দফার বাস্তবায়নের জন্য আমাদের জনগণের রায় প্রয়োজন। জনগণ যখন আমাদের প্রতি সমর্থন জানাবে, তখনই আমরা এটি বাস্তবায়ন করতে পারব।
তিনি আরও বলেন, যারা সংস্কারের কথা বলছেন, তাদের কাছে কি কোনো ম্যান্ডেট আছে? জনগণ কি তাদের এ দায়িত্ব দিয়েছে? আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, যেখানে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা থাকবে। কারও মতের বিরোধিতা করলেও তাকে সম্মান জানাতে হবে।
বইমেলা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বিগত সময়ে বইমেলা মানেই ছিল একটি বিশেষ দলের প্রতিষ্ঠাতা ও তার পরিবারের চিন্তা-চেতনার প্রচার। এমনকি শিক্ষার্থীদেরও তাদের দর্শন শিখতে বাধ্য করা হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে কোনো একক দর্শন, চিন্তা বা পরিবার যেন বাংলাদেশের মনোজগতে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে না পারে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব শাহাবুদ্দিন হাসান বাবুর পরিচালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।