ইসরায়েলে তিনটি বাসে বোমা বিস্ফোরণ, ‘সন্ত্রাসী হামলার’ দাবি পুলিশের
ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে তিনটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি পুলিশ একে ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণ ঘটে। তবে পুলিশ জানিয়েছে, তিনটির মধ্যে দুটি বাসে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়নি। পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছে এবং সন্দেহভাজনদের সন্ধান করা হচ্ছে।


ইসরায়েলের পরিবহণমন্ত্রী মিরি রেগেভ দেশের সমস্ত বাস, ট্রেন ও মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, যাতে বিস্ফোরক ডিভাইসগুলোর ব্যাপারে নিরাপত্তা বাহিনী নিশ্চিত হতে পারে।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে ‘সন্ত্রাসীদের স্থাপনাগুলোতে জোরালো অভিযান’ চালানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি পার্কিং করা বাসে আগুন লেগে গেছে এবং উপরের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
পুলিশের মুখপাত্র আরিয়েহ ডোরন বলেন, “আমাদের বাহিনী এখনো এলাকাটি তল্লাশি করছে। কোনো বাস বা জায়গায় আরও বিস্ফোরক ডিভাইস আছে কিনা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।”
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাঁচ কেজি ওজনের একটি অবিস্ফোরিত ডিভাইসে ‘তুলকারেমের প্রতিশোধ’ লেখা একটি বার্তা পাওয়া গেছে। সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান পরিচালনা করেছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দ্য কান জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরিবহণমন্ত্রী মিরি রেগেভ তার মরক্কো সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরছেন।