মা হচ্ছেন স্বাগতা
সুখবর দিলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় মা হতে চলেছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবাহবার্ষিকীর ছবিতে স্বাগতার বেবি বাম্প স্পষ্ট বোঝা গেছে। জানা গেছে, গত জানুয়ারিতে স্বাগতা ও তাঁর স্বামী হাসান আজাদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তখনই রাজধানীর একটি কনভেনশন হলে বিবাহবার্ষিকী উদযাপনের সময় স্বাগতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়।


২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বাগতা। হাসান আজাদ যুক্তরাজ্যে জন্ম ও পড়াশোনা করেছেন এবং বর্তমানে লন্ডন প্রবাসী।
সংগীতের সঙ্গেও যুক্ত রয়েছেন হাসান আজাদ। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। এছাড়া কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করা হাসান একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
স্বাগতার এই নতুন জীবনের সুখবর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আনন্দিত করেছে।