ময়মনসিংহে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২০ জন
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জন গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকে গত ২৪ ঘণ্টায় জেলার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম ফেরদৌস, গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, যুবলীগ নেতা মো. আব্দুল আল রাসেল, মো. আনোয়ার হোসেন ও আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন।


পুলিশ জানায়, এসব আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে পলাতক ছিলেন। তাদের বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, অভিযান অব্যাহত থাকবে।