চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে পিএসজি, ব্রেস্তের জালে ৭ গোল
পিএসজি শেষ ষোলোতে উঠে যাওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল, কারণ প্রথম লেগে তারা ব্রেস্তকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। তবে, ফিরতি ম্যাচে পিএসজি ব্রেস্তকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। এই জয়ে পিএসজি নিশ্চিত করেছে তাদের চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান।
এই ম্যাচে পিএসজির জন্য এটি একটি রেকর্ড জয়। কারণ, ইউরোপীয়ান কোনো প্রতিযোগিতায় এত বড় জয় তারা আগে পায়নি। অন্যদিকে, ব্রেস্তের জন্য এটি ছিল এক লজ্জাজনক অধ্যায়। চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম মৌসুম ছিল এবং প্রথমবারেই তারা এত বড় পরাজয়ের মুখোমুখি হলো।


২০ মিনিটে প্রথম গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করেন জর্জিয়ান ফুটবলার খাবিচা বারাতসখেলিয়া। ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন ভিতিনহা। ৬৪ মিনিটে চতুর্থ গোলটি করেন ডিজায়ার দুয়োর। ৬৯ মিনিটে ৫ম গোলটি করেন নুনো মেন্ডেজ। ৭৬ মিনিটে ষষ্ঠ গোলটি করেন গনকালো রামোস। ৮৬ মিনিটে ৭ম গোলটি করেন সেনি মাইয়ুলু।
এভাবে, দুই লেগ মিলিয়ে পিএসজি ব্রেস্তকে ১০-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।