৮ বছর পর মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আজ উদ্বোধনী ম্যাচ
দীর্ঘ ৮ বছর পর আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নবম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এবং বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে।
১৯৯৮ সালে ক্রিকেটকে আরও সম্প্রসারণের লক্ষ্যে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম আসরের আয়োজক ছিল বাংলাদেশ, তখনকার সহযোগী সদস্য দেশ। এরপর ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।


কিন্তু সময়ের সঙ্গে এই টুর্নামেন্ট অবহেলার শিকার হয়। ২০০৬-এর পর ২০০৯, ২০১৩ ও ২০১৭ সালে মোটে তিনটি আসর হয়। এরপর দীর্ঘ ৮ বছর বিরতির পর ২০২৫ সালে এসে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।
অনেকেই মনে করেন, আইসিসির টুর্নামেন্টের সংখ্যা বেশি হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রয়োজনীয়তা কমে গিয়েছিল। তবে ওয়ানডে ক্রিকেটের অন্যতম মর্যাদার আসর হিসেবে এই টুর্নামেন্টের প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর।
আজকের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের লড়াই দিয়ে ফিনিক্স পাখির মতো ফিরে আসা চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন উদ্দীপনা তৈরি করবে ক্রিকেট বিশ্বে।