নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ: হাইকোর্ট
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে করা রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছেন আদালত।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত রায়ে উল্লেখ করেন, নগদ ডাক বিভাগের একটি এজেন্ট, তাই বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ করেছে।


২০১৯ সালে যাত্রা শুরু করা নগদে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম ২০২৪ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, কেন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না।
তবে চূড়ান্ত শুনানির পর আদালত রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন এবং রুল ডিসচার্জ করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার, মুহাম্মদ নওশাদ জমির, মোস্তাফিজুর রহমান খান ও আবুল কালাম খান দাউদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আইনজীবী কামরুজ্জামান কচি ও সাইফুল ইসলাম।
২০২৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেয়। এরপর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়।
রায়ের পর রিট আবেদনকারী পক্ষের আইনজীবী আবুল কালাম খান দাউদ বলেন, “আদালত রিটটি খারিজ করেছেন, কারণ রিট আবেদনকারীদের আইনি এখতিয়ার (লুকাস স্ট্যান্ড) নেই।”
এ বিষয়ে রিটকারীদের সঙ্গে আলোচনার পর আপিল করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।