১-৩৬ জুলাই পর্যন্ত সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন হবে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১-৩৬ জুলাই পর্যন্ত সংবাদমাধ্যমগুলোর ভূমিকা ডকুমেন্টেশন করা হবে। সরকারের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করা সংবাদমাধ্যমগুলোকেও অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি উল্লেখ করেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।


প্রেস সচিব বলেন, ‘গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনাগুলোতে সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হবে। এসব ঘটনার সংবাদ কাভারেজ কেমন ছিল, তা বিশ্লেষণ করা হবে এবং তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘সংবাদমাধ্যম যেন কোনো কণ্ঠ রোধের উপকরণ না হয়, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে। এমন সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে।’
শফিকুল আলম বলেন, ‘যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
তিনি আশা প্রকাশ করেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশের মাধ্যমে গণমাধ্যম গণতন্ত্রের স্বার্থ রক্ষা করবে।