শহীদ পরিবারের পাশে স্মার্ট ফাউন্ডেশন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রামগঞ্জের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ এবং স্মার্ট ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও স্মার্ট ফাউন্ডেশন-এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম।


জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রামগঞ্জের ছয়টি শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি, প্রত্যেক পরিবারকে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয় স্মার্ট ফাউন্ডেশন।
এ সময় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তবে রামগঞ্জের শহীদ পরিবারগুলো আমাদের সবার দায়িত্ব। আমরা রামগঞ্জবাসী সবসময় আপনাদের পাশে থাকবো।’
২০২৪ সালের ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট দেওয়া হয় এবং স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়া, রামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয় এবং প্রতিভাবান ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে স্মার্ট ফাউন্ডেশন।
স্মার্ট ফাউন্ডেশন-এর এই উদ্যোগ শহীদ পরিবার এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক অনন্য নজির হয়ে থাকবে বলে মত দেন আয়োজকরা।