মামলার নির্দেশনা থেকে সরে এলো বিআরটিএ, অবরোধ প্রত্যাহার
রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশাগুলো মিটার ব্যবহার না করেই চলবে—বিআরটিএর সাম্প্রতিক নির্দেশনা বাতিলের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকদের আন্দোলনের মুখে মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা বা কারাদণ্ডের বিধানও স্থগিত করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ী, গাবতলীসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সড়কে সিএনজি চালকরা বিক্ষোভ করেন। এতে তীব্র যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।


বিক্ষোভের মুখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেন, ‘ফোর স্ট্রোক থ্রি-হুইলার যানবাহনের জন্য বিআরটিএর সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে।’
জানা যায়, বর্তমানে অটোরিকশার মালিকের জন্য দৈনিক জমা নির্ধারিত আছে ৯০০ টাকা। তবে চালকদের কথা-মালিকরা দিনে দুই বেলায় চালকের কাছে অটোরিকশা ভাড়া দিয়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা আদায় করেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী প্রায় ২৮ হাজার অটোরিকশার জন্য পৃথক নীতিমালা রয়েছে। এসব অটোরিকশাকে কন্ট্রাক ক্যারিজ বা ভাড়ায় চালিত যান হিসাবে বিবেচনা করা হয়। নীতিমালা অনুসারে, সিএনজি ও পেট্রোলচালিত অটোরিকশার ভাড়া ও মালিকের দৈনিক জমা নির্ধারিত রয়েছে।
বিআরটিএ থেকে অতিরিক্ত ভাড়া নিলে মামলার আদেশ দেয়ার পর গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান সিএনজি চালকরা। রোববার সকালেও রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান সিএনজিচালিত অটোরিকশার চালকরা। চালকদের প্রতিবাদের মুখে মামলার আদেশ স্থগিত করলো বিআরটিএ।