হাসিনার পতন না হলে আমাদের প্রত্যেকের ফাঁসি হতো: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার জন্য কে মরল কে বাঁচল, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয় নয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন— যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চার বছরের শিশুকে হত্যা করতে পারে, তিনি আমাদেরও ফাঁসি দিতে পারবেন। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল, কে বাঁচল—এটা শেখ হাসিনার কাছে কোনো ব্যাপার নয়।


রিজভী দাবি করেন— ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের ফাঁসি হতো।
তিনি বলেন, ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। যদি তারা পুলিশের গুলির সামনে বুক পেতে না দিত, তাহলে দেশ স্বাধীনতার স্বাদ পেত না।
রিজভী অভিযোগ করেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। এই স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি শেখ হাসিনার ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের মধ্যে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস করতে হবে।
এসময় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ওয়াদুদ মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।