রোববার শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমার সময়সীমা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমার শেষ দিন। এর আগে তিন দফা সময় বাড়ানোর পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সর্বশেষ ৩০ জানুয়ারি এক আদেশে সময়সীমা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ায়।

যারা অনলাইনে নয়, কাগজে রিটার্ন জমা দিতে চান, তারা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে জমা দিতে পারবেন। তবে জরিমানা ছাড়া রিটার্ন জমার আর কোনো সুযোগ থাকবে না।

এনবিআর সূত্রে জানা গেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজারটি রিটার্ন দাখিল হয়েছে। এ পর্যন্ত কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া ব্যক্তির সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩।

২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে—

অনলাইনে দাখিল হয়েছে: ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি,
ব্যক্তি করদাতা: ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন
কোম্পানি করদাতা: ১১ হাজার ১০৫টি
মোট আয়কর আদায়: ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা

যেভাবে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে
অনলাইন রিটার্ন জমার ঠিকানা হলো etaxnbr.gov.bd। অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরন নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা মোবাইল ফোন নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।

Nagad

অনলাইনে আয়কর রিটার্ন তথা ই-রিটার্ন দিতে করদাতাকে কাগজপত্র আপলোড করতে বা জমা দিতে হবে না। শুধু ওই সব দলিলের তথ্য দিলেই হবে। যেমন সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয়ের বা বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী (স্টেটমেন্ট) জমা দিলেই চলবে। আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত (অর্থবছর) সময়ের ব্যাংক হিসাবের স্থিতি, সুদের তথ্য ও ব্যাংক হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য দিতে হবে।