আজ মাঘী পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ (১১ ফেব্রুয়ারি)। দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৌদ্ধ ভিক্ষুদের মতে, এই পূর্ণিমা তিথিতেই তথাগত বুদ্ধ তার ভিক্ষু সংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেছিলেন। তিনি জানান, এই দিন থেকে তিন মাস পর, বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি স্বীয় দেহত্যাগ করবেন। সেই ঘোষণা অনুযায়ী, ওইদিনই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন।

এ কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজকের দিনে অনিত্য ভাবনায় মগ্ন হয়ে ধ্যান-সমাধি করেন। ইহকাল ও পরকালের সুন্দর জীবন গঠনের লক্ষ্যে তারা শীল, ভাবনা ও বিশুদ্ধির সংকল্প গ্রহণ করেন।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং শেষ হবে আগামীকাল (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে।