প্রধান উপদেষ্টার কাছে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন ছয় সংস্কার কমিশনের প্রধানরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ তাদের প্রতিবেদন হস্তান্তর করেন তারা।

এ বিষয়ে দুপুর ২টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়। এগুলো হলো— জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন
সংবিধান সংস্থা কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন।