ডাক অধিদপ্তরে ৩৬৯ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি
ডাক অধিদপ্তরের অধীন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল (রাজশাহী) জনবল নিয়োগের আবেদন গ্রহণ শেষ হচ্ছে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫)। প্রতিষ্ঠানটি ১৮টি ক্যাটাগরিতে ১৪ থেকে ১৬তম গ্রেডের মোট ৩৬৯ জনকে নিয়োগ দেবে।
আবেদন যোগ্যতা ও অঞ্চল
রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্ভুক্ত সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না।


আবেদন ফি
১ থেকে ৮ নম্বর পদের জন্য: ১০০ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা)।
৯ থেকে ১৮ নম্বর পদের জন্য: ৫০ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা)।
অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য: ৫০ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা)।
আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে।
বয়সসীমা
২০২৫ সালের ১৫ জানুয়ারি প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল: উত্তরাঞ্চল, রাজশাহী
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।