অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন
বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিবকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার মহাপরিচালক, জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক (অপারেশন উইং), এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজোঁ ব্যুরো),
টাস্কফোর্সটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্তকরণ, তাদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য বিভিন্ন কার্যক্রমের সমন্বয় করবে। এছাড়া, প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে নীতিনির্ধারকদের পরামর্শ প্রদান করবে।
প্রয়োজনে টাস্কফোর্স যেকোনো ব্যক্তি বা কর্মকর্তাকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজন অনুসারে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে অনিয়ন্ত্রিত বিদেশি বসবাসের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।