সাশ্রয়ী মূল্যের নতুন প্রিন্টার উন্মোচন করলো ব্রাদার

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যের নতুন প্রিন্টার সিরিজ উন্মোচন করেছে ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন টোনার বক্স সিরিজের ৬টি এবং নতুন সিরিজের ৮টি মডেলের প্রিন্টার উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল ফাত্তাহ, পরিচালক মোহাম্মদ রফিকুল আনোয়ার এবং উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার। ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) থেকে অনলাইনে যোগ দেন মিঃ ভাভিক মাতানি।

নতুন প্রিন্টার সিরিজের ফিচার

ব্রাদারের নতুন টোনার বক্স সিরিজ অত্যন্ত সাশ্রয়ী, যেখানে প্রতিটি পৃষ্ঠা প্রিন্টের খরচ মাত্র ৫০ পয়সা। আধুনিক ব্যবসার চাহিদা মাথায় রেখে তৈরি এই প্রিন্টারগুলো প্রতি মিনিটে ৩৪ পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম এবং স্বয়ংক্রিয় ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধা রয়েছে।

প্রিন্টারগুলোতে ২৫০ শীট ধারণক্ষমতা সম্পন্ন কাগজ ট্রে এবং ৫০ শীটের স্বয়ংক্রিয় ডকুমেন্ট ফিডার রয়েছে। এছাড়া, A4, A5, A6 সাইজের কাগজ এবং খামসহ বিভিন্ন ধরনের কাগজ সমর্থন করে, যা ব্যবহারকারীদের জন্য বহুমুখী সুবিধা নিশ্চিত করে।

১১০ বছরেরও বেশি সময় ধরে বিশ্ববাজারে প্রিন্টিং প্রযুক্তি সরবরাহ করে আসছে ব্রাদার, যা বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড হিসেবে পরিচিত। বাংলাদেশে গত ১৬ বছর ধরে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ব্রাদারের পণ্য সরবরাহ করছে। নতুন টোনার বক্স সিরিজের প্রিন্টারগুলো টেকসই, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের প্রিন্টিং সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।

Nagad