আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি, এটা সরকারের ব্যর্থতা: হাসনাত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি, যা সরকারের ব্যর্থতা। তিনি প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক ধীরগতিকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন। তিনি বলেন, যারা আহত হয়েছেন, তাদের আমরা সুচিকিৎসা দিতে পারিনি। এজন্য আমি নিজে ব্যথিত।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। সেখানে উপস্থিত হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারি না। কিন্তু এটা সত্য, আহতদের চিকিৎসার ব্যবস্থা সরকার ভালোভাবে করতে পারেনি। এর জন্য দায়ী আমলাতান্ত্রিক জটিলতা।’

তিনি আরও বলেন, আহতদের পুনর্বাসন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে নানাভাবে কাগজ যাচাই-বাছাইয়ের নামে জটিলতা তৈরি হয়েছে। এতে বিভিন্ন গ্রুপ-উপগ্রুপের বিভাজন সৃষ্টি হয়েছে এবং একটি দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। কেউ কাউকে ভুয়া বলে অভিযোগ করছে, ফলে সরকারও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন,‘আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে যা যা করা দরকার, সরকার দ্রুত পদক্ষেপ নেবে।’ পাশাপাশি তিনি জানান, যোগ্যতা অনুযায়ী আহতদের জন্য বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন আহতরা।

রোববার সারাদিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ শেষে রাতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন।

Nagad