বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি)। বাদ ফজর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ ধাপে অংশ নিতে ইতোমধ্যে তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইজতেমা মাঠ এখন পুরোপুরি প্রস্তুত এবং নির্ধারিত জেলার মুসল্লিরা এতে অংশ নেবেন।

এই ধাপে ঢাকার একটি অংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। জেলাগুলো হলো: যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবান।

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মাঠ পরিষ্কার করেন। মাগরিবের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়।

এছাড়া, ৭৬টি দেশ থেকে আসা প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি নাগরিক ইজতেমায় অংশ নিচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং ফরেন টেন্টে সাধারণ ডায়েরির (জিডি) ব্যবস্থা রাখা হয়েছে।

৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধাপের ইজতেমা, আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে।

Nagad