জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে নীতিমালা চূড়ান্ত পর্যায়ে
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। একইসঙ্গে নিহতদের পরিবারের সহায়তার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।
রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ফারুক ই আজম বলেন, “আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”


তিনি আরও জানান, চলতি সপ্তাহেই ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হবে। এই অধিদপ্তরের অধীনে পুনর্বাসন নীতিমালা কার্যকর করা হবে এবং আহত-নিহতদের যাবতীয় সহায়তা প্রদান করা হবে। সরকার এ প্রক্রিয়াকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।
ফারুক ই আজম বলেন, “গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকাও নির্দিষ্ট ক্যাটাগরিতে তৈরি করা হচ্ছে, যা চলতি সপ্তাহেই সম্পন্ন হবে।”
নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে এবং আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতদের আজীবন চিকিৎসা ও ভাতা প্রদানের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, “এই আত্মত্যাগ জাতির ইতিহাসে অমোচনীয়। আমরা চাই, তাদের গৌরবময় অবদান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।”