জানুয়ারিতে প্রবাসী আয় ২৬ হাজার ৬৮১ কোটি টাকা: রেমিট্যান্স বৃদ্ধি
চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় ২৬ হাজার ৬৮১ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার টাকায় পরিণত হয়েছে (প্রতি ডলার ১২২ টাকা ১০ পয়সা হিসাবে)।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে জানুয়ারিতে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ২৮ কোটি ২২ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে যথাক্রমে ১৬ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার, ১৬ কোটি ১৫ লাখ ডলার এবং ১৩ কোটি ৫১ লাখ ১০ হাজার ডলার প্রেরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স ছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ২০২৪ সালের প্রথম মাসে এর পরিমাণ ছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি।