শাকিবের পর আবারও দেবের নায়িকা ইধিকা পাল
টেলিভিশন থেকে বড় পর্দায় যাত্রা শুরু করে বাংলাদেশের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। এরপর দেশে ফিরে কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে আরও এক ধাপ এগিয়ে যান ক্যারিয়ারে।
এবার নতুন আরেকটি সুযোগ পেলেন ইধিকা। দেবের প্রযোজনা ও অভিনয়ে নির্মিতব্য ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।


চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি ইধিকা, তবে ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, “এটা একেবারেই আকস্মিক ছিল। যখন প্রস্তাব আসে, মনে হয়েছিল— এই চরিত্র কেউই হাতছাড়া করতে চাইবে না। এটি দেবদার ‘ড্রিম প্রজেক্ট’ হতে চলেছে, আর সেখানে আমাকে ভাবা হয়েছে— এটা সত্যিই আনন্দের।”
এই সিনেমায় ইধিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোহিনী সরকার। দেবের সঙ্গে প্রথমবার কাজ করতে গিয়ে সোহিনীর সঙ্গে ইতিমধ্যে তার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে বলে জানিয়েছেন ইধিকা। শুটিং শুরু হলে আরও স্মরণীয় মুহূর্ত তৈরি হবে বলে আশা করছেন তিনি।