পিচ্চি হেলাল-ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান জানে না পুলিশ, অভিযান চলছে
৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়ে পিচ্চি হেলাল ও ইমনসহ শীর্ষ সন্ত্রাসীরা নতুন করে অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টাসহ চাঁদাবাজির মামলা রয়েছে। তবে পুলিশ তাদের অবস্থান সঠিকভাবে জানতে পারছে না।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ৫ আগস্টের পর জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের অবস্থান খুঁজে বের করতে ও অপরাধীদের গ্রেফতার করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।


শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিবি পুলিশ সম্প্রতি আদাবরে ছিনতাইকারীদের হাতে এক যুবকের কবজি বিচ্ছিন্ন, কোতোয়ালি থানার কোর্ট বিল্ডিংয়ের সামনে সোনা ছিনতাই, পল্টনে প্রাইভেটকারচালক সাজু মিয়া হত্যাসহ যাত্রাবাড়ী দনিয়া কলেজ শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করেছে।
১৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেছিলেন, ‘পিচ্চি হেলাল বা ইমন, কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে।’’
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক মতবিনিময় সভায় জানিয়েছেন, তারা জামিনে মুক্ত হয়ে পূর্বের মতো চাঁদাবাজি ও দলাদলি শুরু করেছে। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নজরদারি চলছে।
এদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য পাচ্ছেন এবং জামিন বাতিলের জন্য আবেদন করতে প্রস্তুত রয়েছেন।
ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা ইতিমধ্যে পিচ্চি হেলাল ও ইমন গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছি। তবে, তাদের পুরো গ্রুপের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। তবে, গ্রেফতার অভিযান চলছেই।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘ছিনতাইকারীরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করছে, তবে পুলিশ তাদের প্রতিরোধ ও গ্রেফতার করতে সব ইউনিটকে সক্রিয় রেখেছে।’