৩৪ কোটি টাকার সেতু নির্মাণ হলেও কাজে আসছে না, খেয়ায় পারাপার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুরে নির্মিত ৩৪ কোটি ৬০ লাখ টাকার কালিগঙ্গা নদীর ওপর সেতুটি তিন বছর পরও কার্যকর হয়নি। সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে জটিলতা সৃষ্টি হওয়ায় ৫০ গ্রামের দুই লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে খেয়া পারাপার করছেন।

২০২৩ সালে সেতু নির্মাণের কাজ শেষ হলেও, সেতুর দুই পাড়ের সংযোগ সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। ভূমি অধিগ্রহণে জটিলতা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় জমির মালিকরা জমি ছাড়ছেন না, ফলে সেতুটি কার্যকর হওয়ার জন্য আরও সময় প্রয়োজন।

স্থানীয়রা বলছেন, সেতুর কাজ শেষ হলে তাদের জন্য যাতায়াতে ব্যাপক সুবিধা হতো, কিন্তু এখন সময় ও অর্থের অপচয় হচ্ছে। সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সূত্র: জাগো নিউজ