নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ সন্দেহজনক: গয়েশ্বর চন্দ্র রায়
সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার ও স্বাধিকার ফিরে পাওয়ার জন্য রক্ত দিয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করা ছাড়া বর্তমান সরকারের অন্য বিষয়ে আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক। এতে জনগণের মধ্যে অবিশ্বাস ও অনাস্থা তৈরি হচ্ছে। ষড়যন্ত্র রাজনীতির অংশ, তবে রাজনৈতিক সমাধান রাজনৈতিক নেতাদের হাতেই থাকা উচিত।’
শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি আরও বলেন, ‘দেশের জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, বরং তারা আমাদের চেয়ে বেশি বোঝে। জনগণ কী চায়, সেটা অন্তর্বর্তী সরকার বুঝতে চাইছে না। তরুণ সমাজ কেন বিদেশে পাড়ি দিতে চায়? কারণ আমরা দেশকে বসবাসযোগ্য করতে পারিনি। দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, অথচ এটি জনগণের মৌলিক অধিকার।’
জিয়াউর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, ‘একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের ডেকে নিয়ে বলেছিলেন, “আমার পরিবারের সদস্য সংখ্যা ১০ কোটি, কারণ দেশের প্রতিটি নাগরিকই আমার পরিবারের অংশ।” তিনি দেশের মানুষের জন্য ভাবতেন ও কাজ করতেন।’
সংস্কার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ৩২ দফা সংস্কার প্রস্তাব এক মাসে বাস্তবায়িত হবে না, তবে এর সূচনা করতে হবে। কোনো কাজ শুরু হলে শেষ করার লোক চলে আসবে। এক সরকার আসবে, আরেকটি যাবে, কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সেলিম নিজামী, সিনিয়র সহ-সভাপতি খন্দকার রুহুল আমিন প্রমুখ।