‘হায়েস্ট অ্যাচিভার অব আসুস গেমিং ল্যাপটপস’ সম্মাননা পেল স্টার টেক
দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেডকে ‘হায়েস্ট অ্যাচিভার অব আসুস গেমিং ল্যাপটপস – ২০২৪’ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার নিকটবর্তী একটি মনোরম রিসোর্টে অনুষ্ঠিত ‘আসুস কোপাইলট প্লাস পিসি ২০২৫’ প্রোডাক্ট লাইনআপ লঞ্চিং ইভেন্টে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুস, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং স্টার টেক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আসুসের ব্যবসায়িক অংশীদারগণ।


স্টার টেকের প্রতিনিধি জানান, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি ও নিষ্ঠার প্রতিফলন, যা দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য সর্বাধুনিক আসুস গেমিং ল্যাপটপ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হয়েছে। সম্মানিত ক্রেতা, অংশীদার এবং স্টার টেক পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
স্টার টেক তাদের এই সফলতার জন্য গ্রাহকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছে।
অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকারসহ স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মো. জাহেদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্টার টেক বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রযুক্তি খুচরা বিক্রেতা, যারা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এবং অন্যান্য গ্যাজেটের বিস্তৃত পরিসরে সেবা প্রদান করে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ঢাকাসহ দেশব্যাপী আউটলেট ও শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক ও কর্পোরেট মার্কেটে সেবা দিচ্ছে।