শেয়ারবাজারে লুটপাটের অভিযোগ, সোমবার বিনিয়োগকারীদের মহাসমাবেশ
শেয়ারবাজারে লুটপাটের অভিযোগ তুলে আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। বিনিয়োগকারীদের পুঁজি রক্ষার দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিএমজেএফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান মুখপাত্র মো. নূরুল ইসলাম মানিক, সিনিয়র মুখপাত্র এস এম ইকবাল হোসেন ও মুখপাত্র মো. ফরিদ আহমেদ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার দুপুর ২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকসহ বিভিন্ন ব্যক্তি অংশ নেবেন। উপস্থিত থাকবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, শেয়ারবাজার বিশ্লেষক মো. ফজলুল বারী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা মো. দিদারুল আলম ভূঁইয়া।
সংগঠনের প্রধান মুখপাত্র মো. নূরুল ইসলাম মানিক বলেন, “বর্তমানে শেয়ারবাজারে ৯৯ শতাংশ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং বাজার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
সিনিয়র মুখপাত্র এস এম ইকবাল হোসেন বলেন, “বিনিয়োগকারীদের ক্ষতি পূরণে যা করা দরকার, আমরা তাই করব। ২০১০ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আমরা যা সহ্য করেছি, গত পাঁচ মাসে তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে। এই সময়ে ৬৬ হাজার কোটি টাকা শেয়ারবাজার থেকে উধাও হয়েছে।”
তিনি আরও জানান, মহাসমাবেশের পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে।