গুলশান-বনানী নয়, ঢাকায় সবচেয়ে কম দরিদ্র মানুষ থাকেন পল্টনে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, রাজধানীর পল্টন এলাকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম। এ এলাকার মাত্র ১ শতাংশ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।


জরিপ অনুযায়ী, রাজধানীর সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে কামরাঙ্গীরচরে, যেখানে ১৯.১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। অন্যান্য এলাকাগুলোর মধ্যে ভাষানটেকে ১৬.২ শতাংশ, মিরপুরে ১২.২ শতাংশ এবং বনানীতে ১১.৩ শতাংশ মানুষ দরিদ্র।
অন্যদিকে, ঢাকার ধনী এলাকাগুলোর মধ্যে নিউমার্কেট এলাকায় দরিদ্র মানুষের হার ১.৭ শতাংশ, রমনায় ৪.৪ শতাংশ, মতিঝিলে ৩.৬ শতাংশ, গুলশানে ৩.২ শতাংশ, গেন্ডারিয়ায় ২.৪ শতাংশ এবং ধানমন্ডিতে ১.৫ শতাংশ।
প্রতিবেদন অনুসারে, ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্যের হার ১৯.৬ শতাংশ, যেখানে জাতীয় গড় ১৯.২ শতাংশ। শহরাঞ্চলে দারিদ্র্যের হার ১৬.৫ শতাংশ হলেও গ্রামাঞ্চলে তা বেড়ে ২০.৩ শতাংশ হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক বৈষম্য নিরসনে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।