তিতুমীর কলেজে শিক্ষার্থীদের আন্দোলন: সড়ক অবরোধ, ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী থেকে গুলশান পর্যন্ত সমস্ত সড়ক বন্ধ করে দিয়েছে তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) থেকে কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসে কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা মহাখালী থেকে গুলশান চলাচলের রাস্তাটি অবরোধ করে দেয়। এর ফলে মহাখালী রেল ক্রসিংসহ আশপাশের পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়। মহাখালী থেকে গুলশান-১ যাওয়ার এবং গুলশান-১ থেকে মহাখালী যাওয়ার রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাস্তায় আটকে থাকা যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

অবরোধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাস্তা অবরোধ না করে তোমরা কলেজ ক্যাম্পাসে ফিরে আসো এবং সেখানে শান্তিপূর্ণভাবে তোমাদের দাবি জানাও।’ তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আহ্বানে সাড়া দেননি এবং দুপুর পৌনে ১টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এদিকে, ২৯ জানুয়ারি বিকেল ৫টা থেকে পাঁচ শিক্ষার্থী ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শুরু করেন। তারা সাত দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলো হলো:

১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। ২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা। ৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন। ৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় চালু করা। ৫. পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি। ৬. আসন সংখ্যা সীমিত করা এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Nagad