‘রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, যদিও ১৫ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগের সংবাদ শোনা যাচ্ছে, তবে সে সম্পর্কে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না। তিনি আরও বলেন, সরকারে থেকে কাজ করার সময়ও কোনো ফ্যাসিবাদী কার্যক্রমের প্রতি সমর্থন জানানো যাবে না এবং জনগণের স্বার্থে কাজ করতে হবে।

নাহিদ ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বলেন, ‘শেখ হাসিনার অবশ্যই বিচার হবে।’ তিনি আরও জানান, বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে এবং রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের লক্ষ্য রাখা হয়েছে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে।