করদাতাদের জন্য সুখবর: আয়কর রিটার্ন জমার সময় আরও ১৬ দিন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর রিটার্ন জমার সময়সীমা ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারও আগে, ১৭ নভেম্বর সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়।