সর্বদলীয় সংলাপের পর জুলাই সনদ চূড়ান্তকরণের পথে সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর আশা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে তিনি আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনায় এ আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জুলাই সনদ নিয়ে সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

গত ডিসেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার ঘোষণা দেয়। তবে, পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নিজেরাই সনদ প্রস্তুতের উদ্যোগ নেয়। এ অবস্থায় ছাত্র আন্দোলনের নেতারা ১৫ জানুয়ারির সময়সীমা বেঁধে দেন।

পরবর্তীতে, ১৬ জানুয়ারি প্রধান উপদেষ্টার উদ্যোগে সর্বদলীয় সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানায়। এরপর, সরকার ২৩ জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে লিখিত মতামত আহ্বান করে।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী সরকার।

Nagad

জুলাই সনদ চূড়ান্ত হলে নতুন রাজনৈতিক কাঠামো ও নীতিমালা নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।