তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চূড়ান্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

স্থগিত হওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা কিছুটা পরিবর্তন করে পুনঃপ্রকাশ করেছে বাংলা একাডেমি। নতুন তালিকা থেকে তিনজন লেখককে বাদ দেওয়া হয়েছে।

পুরস্কার তালিকা থেকে বাদ পড়া তিনজন হলেন মোহাম্মদ হাননান (মুক্তিযুদ্ধ), ফারুক নওয়াজ (শিশুসাহিত্য) এবং সেলিম মোরশেদ (কথাসাহিত্য)। এর মধ্যে সেলিম মোরশেদ আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।

বুধবার দিবাগত মধ্যরাতে স্থগিতকৃত তালিকা পর্যালোচনা করে চূড়ান্তভাবে প্রকাশ করে বাংলা একাডেমি।

গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, এবার ১০ জন সাহিত্যিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন। তবে সমালোচনার মুখে দুদিন পর, শনিবার সন্ধ্যায়, বাংলা একাডেমির মহাপরিচালক আরেক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কার স্থগিতের ঘোষণা দেন।

তিন কর্মদিবসের মধ্যে পুরস্কার তালিকা পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলা একাডেমি। চারদিন পর, বুধবার দিবাগত মধ্যরাতে, সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা হলো-

Nagad

ক. কবিতা: মাসুদ খান
খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
ঘ. অনুবাদ: জি এইচ হাবীব
ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
চ. বিজ্ঞান: রেজাউর রহমান