ঢাকাকে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত করলো ফরচুন বরিশাল
চলমান বিপিএলে নিজেদের দশম ম্যাচে খুলনাকে হারিয়ে রংপুর রাইডার্সের ঘাড়ে নিশ্বাস ফেলছিল ফরচুন বরিশাল। তবে রংপুর তাদের ১১তম ম্যাচে চিটাগংয়ের কাছে হারলে সিংহাসন দখল করে নেয় বরিশাল। আর নিজেদের ১১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার (২৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় ওভারেই ১০ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর রিয়াজ হাসান (০), তানজিদ তামিম (৭) দ্রুত আউট হলে ২০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ঢাকা।


পরবর্তীতে সাব্বির রহমান (৭), মোসাদ্দেক হোসেন (২), জেপি কোটজে (৫), নামজুল ইসলাম (০), বেটন (১০) ও মোস্তাফিজুর রহমান (২) ব্যর্থতার পরিচয় দেন। একমাত্র থিসারা পেরেরা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১১ বলে ১৫ রান করে আউট হলে ১৬তম ওভারেই ৭৩ রানে অলআউট হয়ে যায় ঢাকা।
বরিশালের হয়ে মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। এ ছাড়া জেমস ফুলার একটি উইকেট শিকার করেন।
৭৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৫ রান করে আউট হন এই মারকুটে ব্যাটার। এরপর ডেভিড মালান ও তামিম ইকবাল মিলে রীতিমতো তাণ্ডব চালান। পাওয়ার প্লেতেই দলীয় সংগ্রহ পৌঁছায় ৬৯-এ।
শেষ পর্যন্ত তামিম ২১ রান করে আউট হলেও, মাত্র ১৬ বলে অপরাজিত ৩৭ রান করেন মালান। ফলে ৮১ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বিপিএলের শীর্ষস্থান আরও মজবুত করলো বরিশাল, যেখানে রংপুর রাইডার্স রয়েছে দ্বিতীয় স্থানে।