ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


হোয়াইট হাউসের বরাত দিয়ে আলজাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং ফিলিস্তিনপন্থি আন্দোলনে জড়িত প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর নির্দেশ দিয়ে নির্বাহী আদেশ জারি করবেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আদেশের খসড়ায় ট্রাম্প বিচার বিভাগকে নির্দেশ দেবেন, মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে।
এতে আরও বলা হয়, “আপনারা যারা ফিলিস্তিনপন্থি জিহাদ আন্দোলনে যোগ দিয়েছেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ দেশে ফেরত পাঠাব। এছাড়া ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত বাতিল করা হবে।”
ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে আন্দোলনকারীরা বলেছেন, এটি স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অংশ।
গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে হওয়া ফিলিস্তিনপন্থি আন্দোলনের ৯৭% ছিল শান্তিপূর্ণ। কিন্তু ইসরায়েলের সমালোচনা ও ইহুদিবিদ্বেষকে একত্রে প্রচার করা একটি কূটকৌশল, যার মাধ্যমে মূলত ফিলিস্তিনপন্থিদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে অনেক আন্দোলনকারীর দাবি।