ইজতেমা: ‘সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, ড্রোনে নজরদারি’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

সংগৃহীত ছবি

বিশৃঙ্খলা এড়াতে বিশ্ব ইজতেমায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, এবারের ইজতেমায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, ইজতেমা ময়দানের আশপাশে ২০টি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে তৎপরতা নজরদারি করা হবে, পাশাপাশি প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, তাহেরুল হক চৌহান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেকসহ তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় নেতারা।

Nagad