বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন, শুক্রবার থেকে ছয় দিনের আয়োজন

টঙ্গী সংবাদদাতা:টঙ্গী সংবাদদাতা:
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে ছয় দিনব্যাপী এই ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইজতেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনী পাঁচটি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পল্টুন ব্রিজ নির্মাণ করেছে।

মুসল্লিদের জন্য সুবিশাল চটের ছাউনি তৈরি করা হয়েছে এবং বিদেশি মেহমানদের জন্য পৃথক কামরা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সেবা সংস্থা বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা নিয়েছে।

দুই পর্বে ইজতেমার আয়োজন করা হয়েছে। প্রথম পর্ব: ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব: ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথম পর্বে ৪১টি জেলা ও ঢাকার মিরপুর, কাকরাইলসহ কিছু এলাকা অংশ নেবে, আর দ্বিতীয় পর্বে ২২টি জেলা ও ঢাকার কিছু অংশ অংশগ্রহণ করবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) নুর মোহাম্মদ নাসিরুদ্দিন জানিয়েছেন, মাওলানা সা’দ অনুসারীদের ইজতেমা আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Nagad