ভ্যানচালক হত্যাচেষ্টার মামলায় ফের রিমান্ডে আনিসুল হক
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভ্যানচালক ইনসান আলীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, পুলিশ তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে, তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক ইনসান আলীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।