বাংলাদেশ-ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে সমাধান প্রয়োজন: অঞ্জন দত্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

বাংলাদেশ-ভারত সম্পর্কের জটিলতা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। তিনি মনে করেন, এই সমস্যার সমাধান হলে উভয় দেশের চলচ্চিত্র শিল্পের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

এক সাক্ষাৎকারে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) তিনি বলেন, “কলকাতা ও ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া জরুরি। দুই দেশেরই বড় একটি বাজার রয়েছে। এটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অঞ্জন দত্ত আরও বলেন, “বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছেন। তারা দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়।”

তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমি বরাবরই শিল্পক্ষেত্রে রাজনীতির বিরোধী। রাজনীতি মানুষকে ভাগ করে, অথচ শিল্প মানুষকে একত্রিত করে।”

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অঞ্জন দত্ত ও অপর্ণা সেন অভিনীত চলচ্চিত্র ‘এই রাত তোমার আমার’। এটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলবে বলে জানা গেছে।

Nagad