মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু মানুষ
ভারতের উত্তরপ্রদেশে আয়োজিত মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ গঙ্গাস্নানে জড়ো হলে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্স ও আনন্দবাজার এর খবরে বলা হয়, রাত একটার দিকে গঙ্গার তীরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


গঙ্গাস্নানে জনতার ঢল, প্রাণহানির শঙ্কা
প্রত্যক্ষদর্শীরা জানান, পূণ্যস্নানের জন্য মঙ্গলবার সন্ধ্যা থেকেই লাখো মানুষ গঙ্গার তীরে ভিড় জমিয়েছিলেন। বুধবার সূর্যোদয়ের আগে স্নান শেষ করার বাধ্যবাধকতা থাকায় ভিড় দ্রুত বেড়ে যায়। একপর্যায়ে প্রচণ্ড চাপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে পদদলনের ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী রাবীন রয়টার্সকে বলেন, “আমি দেখলাম হঠাৎ করে ছোটাছুটি শুরু হলো… হৈ চৈ, নারীদের কান্না। অনেক নারী ও শিশু ছিল, মূলত তারাই হতাহত হয়েছেন।”
নিরাপত্তা জোরদার, মোদির নির্দেশ
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয় এবং উদ্ধার অভিযান চালানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেন।
‘শাহি স্নান’ আপাতত বন্ধ ঘোষণা
এ ঘটনার পরই সাধুদের আখড়া থেকে মৌনী অমাবস্যার ‘শাহি স্নান’ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা, যে দিনে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে পূণ্য অর্জিত হয় বলে বিশ্বাস করা হয়। এই কারণেই ওইদিন ব্যাপক জনসমাগম হয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নেয়।