বিএনপিতে চাঁদাবাজি ও ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা মহানগর ও জেলা, সাতক্ষীরা জেলা এবং বাগেরহাট জেলা বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এ আস্থা যারা নষ্ট করবে, তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কী হয়, ৫ আগস্ট তার প্রমাণ। বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এ আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে, তাদের দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে। এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।”

তারেক রহমান আরও বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে আমরা নদী খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কাজ করব। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননে জোর দেওয়া হবে।”

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কুন্ড, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামানসহ বৃহত্তর খুলনার নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের এই বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে জোরালো প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার এই কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। তিনি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তার এই বক্তব্যে দলের অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Nagad