উপদেষ্টার আশ্বাসে রেল চলাচল পুনরায় চালু, যাত্রীদের ভোগান্তি কাটল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

রেলওয়ের রানিং স্টাফদের (চালক, গার্ড, টিকিট চেকার) কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এর ফলে রাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করে জানান, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং রাত ২টা ৩০ মিনিটে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, উপদেষ্টা মহোদয় তাদের সমস্যা বুধবারের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, জনদুর্ভোগ চাই না বলে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। রাত পৌনে ৩টার দিকে ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, উপদেষ্টা তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করার আশ্বাস দিয়েছেন, যার ভিত্তিতে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন বলেন, উপদেষ্টার বাসায় উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়েছে এবং উপদেষ্টার আশ্বাসে রানিং স্টাফ নেতারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এর ফলে রাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে এবং সকাল থেকে পুরোদমে ট্রেন চলবে বলে জানান তিনি।

এর আগে, রেলওয়ের রানিং স্টাফরা মাইলেজ সুবিধার দাবিতে সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি শুরু করেন। এই কর্মবিরতির কারণে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং আন্তঃনগর ও লোকাল ট্রেনসহ সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়। সাধারণ যাত্রীরা দিনভর ভোগান্তিতে পড়েন।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন এবং আলোচনার দরজা খোলা রাখার কথা জানান। দুপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, রেলকর্মীদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে এবং অন্য দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে।

Nagad

রেলওয়ে সূত্রে জানা গেছে, রানিং স্টাফদের মাইলেজ সুবিধা সীমিত করার চেষ্টা এবং পেনশন ও আনুতোষিক সুবিধা থেকে বাদ দেওয়ার কারণে তারা ক্ষুব্ধ হন। ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়, যা রানিং স্টাফদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে ২০২২ সালের ১৩ এপ্রিল অর্থ মন্ত্রণালয় চিঠিটি প্রত্যাহার করে নেয় এবং তৎকালীন রেলমন্ত্রী সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে ২০২৩ সালের ১৮ জুন অর্থ মন্ত্রণালয় আবারও এই বিষয়ে আপত্তি জানায়, যা রানিং স্টাফদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করে।

এই পরিস্থিতিতে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।