মতিঝিল কম্পিউটার সোসাইটির নির্বাচনের তফসিল, ২২ ফেব্রুয়ারি নির্বাচন

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

মতিঝিল কম্পিউটার সোসাইটি (এমসিএস) এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এই তফসিল অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য কমিশন একটি বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে, যেখানে মনোনয়ন ফরম বিতরণ, জমা, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ বিভিন্ন ধাপ উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকায় মতিঝিলের একটি কনভেনশন সেন্টারে এমসিএস এর সভাপতি মো. আবুল হাসানের সভাপতিত্বে ২০২৫-২৬ ইসি নির্বাচনের ‘নির্বাচনী তফসিল ঘোষণা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার মো. শফিকুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় মো. মাহফুজুর রহমান ও মোহাম্মদ হাসান এবং অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান মো. মামুনুর রহমান খান; সদস্যদ্বয় এস এম জাহিদুল হাসান সোহেল ও মো. জাবেদ আহমেদ।

এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সাবেক যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, বিসিএস’র সাবেক মহাসচিব মোশাররফ হোসেন সুমন, এমসিএস’র বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল আলম, কোষাধ্যক্ষ রুকন উদ্দিন আশিক, সাংগঠনিক সম্পাদক এ কে এম হাসান মোরশেদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আল মামুন, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সহ এমসিএস’র সদস্যবৃন্দ।

নির্বাচনী তফসিল:

প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ: ২৯ জানুয়ারি (বুধবার)।

Nagad

প্রাথমিক ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল: ১ ফেব্রুয়ারি (শনিবার), সকাল ১০টা – দুপুর ১টা।

আপত্তির শুনানি ও নিষ্পত্তি: ১ ফেব্রুয়ারি (শনিবার), দুপুর ২টা – বিকাল ৫টা।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২ ফেব্রুয়ারি (রবিবার)।

মনোনয়নপত্র আহ্বান: ২ ফেব্রুয়ারি (রবিবার)।

মনোনয়নপত্র জমাদানের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি (বুধবার), বিকাল ৪টা।

মনোনয়নপত্র বাছাই: ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

বৈধ মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি (শনিবার)।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপত্তি দাখিল: ৮ ফেব্রুয়ারি (শনিবার), সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আপত্তির শুনানি ও নিষ্পত্তি: ৯ ফেব্রুয়ারি (রবিবার)।

বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি (সোমবার)।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার), সন্ধ্যা ৬টা

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি (বুধবার)

প্রার্থী পরিচিতি সভা: ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)

নির্বাচনি প্রচারণার শেষ সময়: ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), রাত ১২টা।

ভোট গ্রহণ: ২২ ফেব্রুয়ারি (শনিবার), বিরতিহীনভাবে সকাল ১০টা – বিকেল ৫টা

ভোট গণনা: ২২ ফেব্রুয়ারি (শনিবার), বিকেল ৫টার পর।

প্রাথমিক ফলাফল ঘোষণা: ২২ ফেব্রুয়ারি (শনিবার)।

ফলাফল সংক্রান্ত আপত্তি দাখিলের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি (রবিবার), সকাল ১০টা – বেলা ১টা।

আপত্তির শুনানি, নিষ্পত্তি ও চূড়ান্ত ফলাফল ঘোষণা: ২৩ ফেব্রুয়ারি (রবিবার), বেলা ২টা – সন্ধ্যা ৫টা।

নির্বাচন কমিশনের সদস্যগণ:
নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিশনে রয়েছেন— প্রধান নির্বাচন কমিশনার: মো. শফিকুল ইসলাম রিপন। নির্বাচন কমিশনার, মো: মাহফুজুর রহমান, মোহাম্মদ হাসান।

নির্বাচন সংক্রান্ত কার্যক্রম মতিঝিলের গাউস পাক কম্পিউটার মার্কেট (৩য় তলা), স্যুট নং ২১৯, ২৮/জি/১ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০ থেকে পরিচালিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মতিঝিল কম্পিউটার সোসাইটির সদস্যদের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল এবং ভোটারদের নিয়ম অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।