বিমানবন্দরে গ্রেপ্তার সাদ্দাম হোসেন
সৌদি আরব থেকে দেশে ফেরার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বার উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যাকাণ্ডসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মোট চারটি মামলা রয়েছে।
সরকার পতনের পর তিনি বিদেশে আত্মগোপনে চলে যান। তাকে আটক করতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়।
দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, “মঙ্গলবার ভোর ৪টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে আমাদের বিষয়টি জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিকেলের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।