আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিত করবে বাংলাদেশ: সিইসি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হয় এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপের প্রতি আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন আয়োজন নিয়ে ইইউ সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “ইসির স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে ইইউও একমত। তবে তারা মনে করে, সংস্কারের সময় আরও বেশি হওয়া উচিত ছিল।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সিইসি এসব কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি আরও জানান, ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে, আগামী নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি কী পর্যায়ে রয়েছে। এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমরা ভোটার তালিকা প্রস্তুতিসহ সামগ্রিক প্রস্তুতি তুলে ধরেছি এবং তাদেরকে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছি।’

ইইউর পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিইসি বলেন, ‘তারা পর্যবেক্ষক পাঠাতে চায় এবং প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করার জন্য একটি নিড অ্যাসেসমেন্ট করবে।’

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন করতে ইইউ সহযোগিতা করবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশীদার হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত।’

সিইসি আরও জানান, ইইউ প্রতিনিধি দল ইসির বর্তমান প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক মানের একটি নির্বাচন আয়োজনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

Nagad